নেত্রকোণা দুর্গাপুরে ইজারাকৃত সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে ভিজা ও ওভারলোড বালু পরিবহন বন্ধের প্রতিবাদ জানিয়েছেন এলাকার জনসাধারন। রোববার সন্ধ্যায় প্রায় দুই ঘন্টাব্যাপী পৌর শহরের এমপির মোড় এলাকায় ভিজা ও ওভারলোড বালু গাড়ি আটকিয়ে এ প্রতিবাদ জানান তাঁরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসানের আশ্বাসে তাঁরা রাস্তা থেকে সরে যায় ।  জানা যায়, দুর্গাপুরে ভিজা বালু পরিবহনের কারনে রাস্তা কাদা হয়ে যায়। যা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে দীর্ঘদিন এলাকার জনসাধারন এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসলেও এই সমস্যার আজও সমাধান হয়নি। এছাড়াও বালু ওভারলোড পরিবহনের কারনে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে।যার ফলে রাস্তায় জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে এবং দূর্ঘটনার পরিমান ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, আমি বিষয়টি শুনার পর পরই ওসিকে ঘটনাস্থলে যেতে বলি। পরে জনসাধারনের সাথে আমি কথা বলি এবং আশ্বাস দেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।জনসাধারণ  ইউএনও  সাহেব  এর আশ্বস্তায় প্রতিবাদ সমাবেশ  ত্যাগ করেন।