গাইবান্ধার গোবন্দিগঞ্জে ভুল চকিৎিসায় তানয়িা বগেম (২৪) নামরে এক প্রসূতরি মৃত্যুর অভযিোগ করছেে তার পরবিার। এ ঘটনায় রাতে ডা. মশউির রহমান ও গাইনী চকিৎিসক তৌহদিা ইয়াসমনি সমাকে আসামি করে একটি মামলা দায়রে করা হয়ছে।
গতকাল সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহররে সটিি জনোরলে হাসপাতাল এন্ড কনসালটশেন সন্টোরে এই ঘটনা ঘট। তানয়িা উপজলোর কাটাবাড়ী ইউনয়িনরে বাগদা (পলুপাড়া) গ্রামরে আবু সাঈদরে ময়েে এবং একই গ্রামরে মাহবুবুর রহমানরে স্ত্রী। মৃত তানয়িার মা ও তার পরবিাররে লোকজন জানায়, তানয়িার প্রসব ব্যাথা উঠলে তাকে বলো সাড়ে ১২টার দকিে সটিি জনোরলে হাসপাতাল এন্ড কনসালটশেন সন্টোরে নয়িে আসা হয়। সখোনে ডাক্তার পরীক্ষা-নরিীক্ষা করে সুস্থ থাকায় তাকে সজিার করা জন্য অপারশেন রুমে নয়িে যান। সজিাররে করার কছিুক্ষণ পর ওই হাসাপাতাল থকেে জানানো হয়, তার রোগী অবস্থা ভালো না উন্নত চকিৎিসার জন্য বগুড়া মডেকিলেে নতিে হব। কথামত তাৎক্ষণকি এ্যাম্বুলন্সে ডাকা হয়। কন্তি, রোগী এ্যাম্বুলন্সেে তোলার সময় দখো যায় রোগী মারা গছে। ডাক্তারকে রোগী মারা যাওয়ার কারণ জানতে চাইলে কোন কছিু না জানয়িে ডাক্তার র্নাসসহ একে একে সবাই হাসপাতাল থকেে সটকে পড়নে।
গোবন্দিগঞ্জ পৌর সভার প্যানলে ময়ের ও কাউন্সসলির শাহীন আকন্দ। তনিি বলনে, এই হাসাপাতালে এনয়িে তনিজন রোগী ভুল চকিৎিসায় মারা গছে। এই ধরণরে প্রতষ্ঠিান ও চকিৎিসকরে শাস্তি হওয়া উচতি। এ ব্যাপারে গোবন্দিগঞ্জ থানার পুলশি পরর্দিশক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, রোগী মৃত্যুর ঘটনায় তার বাবা আবু সাঈদ বাদি হয়ে দুই ডাক্তারকে আসামি করে মামলা দায়রে করছে। তাদরে গ্রফেতাররে চষ্টো চলছ।