নির্বাচনের আগে আবারো নাশকতা বা বিশৃঙ্লার সৃষ্টি করলে এবার একাত্তরের প্রেতাত্মা বিএনপি-জামাতকে কুষ্টিয়ার মাটি থেকে চিরতরে বিতাড়ন করা হবে। এই দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তি বা দল হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের কোন বিক্ল্প নেই।”

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ভেড়ামারা উপজেলা যুবলীগ আয়োজিত আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত এক শান্তি সমাবেশে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শান্তি সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আজিজ ও অ্যাডভোকেট মারুফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রতিবার নির্বাচনের আগে ঐকবদ্ধ হয়। জামাত-বিএনপি তাদের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে জ্বালাও-পোড়াও এবং জঙ্গিবাদ বাস্তবায়নে উঠে পড়ে লাগে। তাদের নেতা খালেদা জিয়া ও তারেক জিয়া বিজ্ঞ আদালতের রায়ে কারাদন্ডপ্রাপ্ত আসামী। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। তাই ভোল পাল্টে গত নির্বাচনের মত এবার তারা আর খালেদা জিয়ার মুক্তি দাবি না করে তত্বাবধায়ক সরকারের দাবিতে পরিবেশ ঘোলা করার অপতৎপরতা চালাচ্ছে। কৌশলগত কারনে বিভিন্ন অজুহাত খাড়া করছে।

তাদের বিশৃঙ্খলার রাজনীতি রুখে দিতে আমরা জনগণের সাথে রয়েছি। জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি’র নেতৃত্বে ও নির্দেশনায় যুবলীগ আজ ঐক্যবদ্ধ।সুসংঠিত যুবলীগেকে অতীতের মতন আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে এক হয়ে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে, একাত্তরের প্রেতাত্মারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারার অংশ হিসেবে দেশকে আবারো আশান্ত করার নীল নকশা করছে। ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি আরো বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দেশের পূনর্গঠন প্রক্রিয়ায় হাত দিয়েছেন। আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই আমাদের লক্ষ্য। সমাবেশে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের স্থানীয় পদস্থ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।