কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের অফিসে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছে। ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাঃ খলিল উল্লাহ জানান, সোমবার দিবাগত রাতে ভেড়ামারা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের অফিস কক্ষে চুরি হয়েছে। মঙ্গলবার অফিসে আসার পর লক্ষ্য করা যায় প্রশাসনিক ভবনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙ্গে কে বা কারা অফিস কক্ষে প্রবেশ করে।

পরবর্তীতে অফিস কক্ষের ০৪ (চার) টি আলমিরা ভেঙ্গে আলমিরার মধ্যে থাকা হিসাবরক্ষকের নগদ টাকা এবং কিছু অফিসিয়াল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করে। এছাড়া স্টোর রুমের দরজার তালা হ্যাসবোল্ট কেটে স্টোর রুমে প্রবেশ করে, সেখানে ০২ (তিন) টি আলমিরা ভেঙ্গে এবং পাবলিক পরীক্ষার অলিখিত উত্তরপত্র ও অন্যান্য মালামাল এলোমেলো করে। এ ঘটনায় নগদ চল্লিশ হাজার টাকাসহ অফিসের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি হয়েছে।