কিশোরগঞ্জ ভৈরবে খাল খনন কাজ পরিদর্শন করেছেন এলজিইডি নারায়নগঞ্জ অঞ্চল এর তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল বাসেদ। স্থানীয় কিছু সংখ্যক কৃষক ও নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে এ পরিদর্শন করা হয় বলে নশ্চিত করেছেন ভৈরব উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দিন। জানা যায়, কোদালকাটি খাল খনন কাজ পরিদর্শনে এসে নারায়নগঞ্জ অঞ্চল এর তত্বাবধায়ক কর্মকর্তা আব্দুল বাসেদ বলেন, সরকারের উন্নয়ন কাজ অব্যহত রাখতে খাল খনন হচ্ছে।
তবে সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কারো ব্যাক্তিগত জমি ক্ষতিগ্রস্থ না হয়। আজকের পরিদর্শনের বিষয়টি আমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে অবগত করবো যেন কোন কৃষকের জমি নষ্ট করে খাল খনন করা না হয়। কাজ শুরু থেকে শেষ পর্যন্ত মেজারমেন্ট অনুযায়ী কাজ হবে। ডিজিটাল নিয়মে কাজ করা হচ্ছে। স্থানীয়দের দাবী খাল খনন হোক। খালটি খনন হলে কৃষক অনেক উপকৃত হবে। দ্রুত সময়ের মধ্যে খাল খনন কাজ শুরু হবে। আজ সকাল ১১ টায় শিমুলাকন্দি ইউনিয়ন গোছামারা এলাকায় কোদালকাটি খালটি সরেজমিনে পরিদর্শন শেষে এ কথা বলেন এ কর্মকর্তা।