adds

কুষ্টিয়া আদালতে আসামির -জয় বাংলা- স্লোগান

    শেয়ার করুন

      
post

কুষ্টিয়ার কুমারখালীতে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আদালতে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু ও দলের নেতাকর্মীরা।

 তবে স্লোগান দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার কারণে নেতাকর্মীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে৷ পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় তারা এ স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান।

গ্রেপ্তার ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এ ছাড়া, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আদালত, আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে আদালতে আনে পুলিশ। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু। এ সময় ছাত্রলীগের প্রায় ১০ জন নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে৷

আদালতে ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগান দেওয়ার কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, আসামি পাপ্পু প্রথমে উচ্চস্বরে স্লোগান দেন। এ সময় উপস্থিত বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগান দিতে দিতে আদালত ভবনের নিচতলায় প্রবেশ করেন।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা থেকে পাপ্পুকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে। হামলা ও হত্যাচেষ্টা মামলায় পাপ্পুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট সকালের দিকে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানার একটি মামলা করেন জিহাদ শাহরিয়ার সুমন। ওই মামলায় বাদী সুমন ৯২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০/১৫ জনকে আসামি করেন। এ মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা পাপ্পু।

adds adds
news

মিঠাপুকুর কাফ্রিখাল ইউনিয়নে জামায়াতের জনশক্তি সমাবেশ

news

পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ: পলিথিনমুক্ত নাটোর গড়ার উদ্যোগ

news

নারায়নগঞ্জের রূপগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে লুটপাট

news

অভিযান চালিয়েও দমানো যায়নি অবৈধ স্থাপনাকারীদের

news

৫৫ বছরের নারীর ১৭তম সন্তান জন্মদান

adds adds