হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে উচ্ছেদ অভিযান চালানোর পরও আগের রুপেই ফিরেছে অবৈধ স্থাপনাকারীরা। অভিযান চালানোর পর দিন থেকেই তাদের শুরু হয় অবৈধ স্থাপনা পুণরায় গড়ে তোলা। 
এ যেনো এক দখলের খেলায় মেতেছেন হবিগঞ্জ চৌধুরী বাজার এর অবৈধ স্থাপনা কারীরা। 
উল্লেখ্য যে,
গত ২১ শে  আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে  অবৈধ  স্থাপনা উচ্ছেদ করেন

এবং পুরো শহর, সরকারী রাস্তা দখল মুক্ত করা হয়।  সৌন্দর্য রক্ষার জন্য এ অভিযান চালিয়ে শহর কে একটি সুন্দর নগর গড়ে তোলা হবে বলে জানান।

কথায় আছে,  মানুষের বিবেক হলো সর্বোচ্চ আদালত।  কিন্তু এইখানে  বিবেকের উদাহরণ হিসেবে কিছুই পাওয়া মিলেনি।
এক সপ্তাহ পার না হতেই সরেজমিনে গিয়ে দেখ যায়, যেই লাউ সেই কদু।
অর্থাৎ আগের রুপেই যেনো ফিরেছে তারা।
কাঁচামাল বাজার,চৌধুরী বাজার, খোয়াই মুখ বিভিন্ন ব্যবসায়ীদের দখলে রাখা হয়েছে অবৈধ স্থাপনা।
সে যেনো নিজস্ব সম্পদ। সরকারের রাস্তা দখল করে রেখেছে তারা অবৈধ স্থাপনা দিয়ে।
যার ফলে জনগনের হাটাঁ চলার বিঘ্ন ঘটছে।যানজট লেগে আছে প্রতিনিয়ত,  রাস্তায় দেখা মিলে  রাস্তা দখল করে রেখেছে টমটম ও মিশুক। 
 
আর এসব  কারনে হাঁটার কোনো সুযোগই পাওয়া যায় না চৌধুরী বাজার এলাকায়। 

অভিযান চালানোর পরও যেনো দমানো যাচ্ছে না এসব অবৈধ স্থাপনার দখলকারীদের। 
এই দূর্দশা থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী।