লীলাবাস গ্রামের বাসিন্দা রেখা ও কাভারা এখন পর্যন্ত মোট ১৭টি সন্তানের জন্ম দিয়েছেন। এদের মধ্যে পাঁচজন (চার ছেলে ও এক মেয়ে) জন্মের কিছুক্ষণ পরেই মারা যায়। বর্তমানে এই দম্পতির ১২ জন সন্তান জীবিত আছে (সাত ছেলে ও পাঁচ মেয়ে)।
একটি বিরল ঘটনার মধ্যে, কাভারা রাম কালবেলিয়ার স্ত্রী রেখা কালবেলিয়া (৫৫) রাজস্থানের উদয়পুর জেলার ঝাদোল ব্লকের কমিউনিটি হেলথ সেন্টারে তাঁদের ১৭তম সন্তানের জন্ম দেন। এ ঘটনায় আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান, এমনকি তাঁর নাতি-নাতনিরাও সেখানে উপস্থিত ছিলেন।
কাভারা জানান, তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে বিবাহিত। এদের প্রত্যেকের দুই থেকে তিনটি করে সন্তান রয়েছে, যার ফলে রেখা তাঁর সর্বকনিষ্ঠ সন্তানের জন্মের আগেই বহুবার নানি হয়ে গেছেন।
তাঁদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কাভারা, যিনি পুরনো মালপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, বলেন যে, সন্তানদের বিয়ের জন্য তাঁকে সুদে ঋণ নিতে হয়েছে। তিনি স্বীকার করেন, “পরিবারের কেউই কখনো স্কুলে যায়নি।”
ডেলিভারির দায়িত্বে থাকা ডা. রোশন দারাঙ্গি জানান, প্রথমে রেখা বলেছিলেন এটি তাঁর চতুর্থ সন্তান।
তিনি বলেন, “পরে জানা যায়, তিনি এর আগে ১৬টি সন্তানের জন্ম দিয়েছেন, যার মধ্যে পাঁচজন মারা গেছে। এতগুলো সন্তান প্রসবের ফলে গর্ভাশয় দুর্বল হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়। মায়ের জীবন বিপদের মুখে পড়তে পারত। ভাগ্যক্রমে সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।"