শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য " এই স্লোগানকে সামনে রেখে ৬ ডিসেম্বর ২৪ ভোলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভোলা জেলা পরিষদের চত্বরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ভোলা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন।সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, সঞ্চালনায় ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মোঃ কবির আহমেদ বলেন: ছাত্র জনতার গনআন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরশাসককে এদেশের জনগণ আর কখনোই গ্রহণ করবে না, সম্মেলনে বক্তারা আরো বলেন: শ্রমিকদের অধিকার আদায়ের আমরা সব সময় তৎপর ছিলাম এখনো আছি। শ্রমিকদের বৈষম্য দূরীকরণের জন্য আমাদের যা যা করণীয় করতে হবে। শ্রমিকদের ঘামের উপরেই প্রতিষ্ঠিত আমার এই মাতৃভূমি। শ্রমিক ভাইয়েরা আমাদের প্রাণ। শ্রমিকদের নিষ্পেশনের মাধ্যমেই বাতিলরা গড়েছেন অট্টালিকা।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন, বরিশাল অঞ্চল পরিচালক মোঃ মশিউর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ। সম্মেলনে আরোবক্তব্য রাখেন, ভোলা পৌর আমীর জামাল উদ্দিন, আমানত ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী রফিজুল হাসান, জেলা সহ-সভাপতি আইয়ুব আলী, মোঃ আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে মোঃ ইসমাইল হোসেন মনিরকে জেলা সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ ইয়াসিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক ও এ জেড এম জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ করে আগামী ২০২৫ ২৬ সালের জন্য নির্বাচনের মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে ভোলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়।