এতে করে তারা কিছু বুঝে ওঠার আগেই তারা ছিন্ন বিছিন্ন হয়ে পালাতে থাকে। পরবর্তীতে শুভ, মাসুম, এতেসাম, ইমরান সহ অনেকের কোনো হদীস না পেয়ে ভুক্তভোগীর স্বজনেরা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তায় গুরুতর আহত সাজ্জাদুর রহমান শুভকে উদ্ধার করে। শুভর কাছে থাকা কোম্পানীর নগদ ৩০,০০০ টাকা, মানিব্যাগে থাকা ৪১০০ টাকা, ব্যবহৃত দুইটি হ্যান্ডসেট কেড়ে নেয়। অতপর ভিকটিমের কাছ থেকে মিথ্যা জবানবন্দী গ্রহন করে স্থানীয় সন্ত্রাস বাহিনী।

ভোলা সদরের ঘাট ইজারাদার মোঃ নোমান তার ইজারাকৃত ঘাটের টাকা নিয়ে আসার সময় স্এথানীয় এলাকার সোহেল গাজী এবং ইকবাল গংদের নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে সকলের উপর হামলা করে।

এতে করে তারা কিছু বুঝে ওঠার আগেই তারা ছিন্ন বিছিন্ন হয়ে পালাতে থাকে। পরবর্তীতে শুভ, মাসুম, এতেসাম, ইমরান সহ অনেকের কোনো হদীস না পেয়ে ভুক্তভোগীর স্বজনেরা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তায় গুরুতর আহত সাজ্জাদুর রহমান শুভকে উদ্ধার করে। শুভর কাছে থাকা কোম্পানীর নগদ ৩০,০০০ টাকা, মানিব্যাগে থাকা ৪১০০ টাকা, ব্যবহৃত দুইটি হ্যান্ডসেট কেড়ে নেয়। অতপর ভিকটিমের কাছ থেকে মিথ্যা জবানবন্দী গ্রহন করে স্থানীয় সন্ত্রাস বাহিনী।