ভোলা শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে নান্দনিক ও ভিন্নধর্মী বিনোদন কেন্দ্র—জিজেইউএস ভাসমান ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং পয়েন্ট। সদর হাসপাতাল সংলগ্ন খালের ওপর স্থাপিত এ স্থাপনাটি ইতোমধ্যে ভ্রমণ ও বিনোদনপ্রেমীদের মনে স্থান করে নিয়েছে। পাশাপাশি সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় নতুন মাত্রা যোগ করেছে খালপাড়ের পরিবেশে।
শিশুদের কায়াকিং, বড়দের জন্য নিরিবিলি ঘোরাঘুরি—সবই এক জায়গায়। খুব অল্প খরচে শিশুদের জন্য কায়াকিং সুবিধা, সঙ্গে রয়েছে প্রশিক্ষিত লোকবল ও নিরাপত্তা ব্যবস্থা। খালের দুই পাড়ে প্রতিদিন বিকেল হলেই ভিড় জমায় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা।
স্থানীয় দোকানদার খোরশেদ আলম বলেন, “আগে এই খাল ময়লা আর দুর্গন্ধে ভরা ছিল। এখন পরিষ্কার-পরিচ্ছন্ন খালপাড়ে ব্যবসা করতেও ভালো লাগে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে খালটি এখন অনেক সুন্দর।”
স্থানীয় বাসিন্দা মো. খোকন বলেন, “আমার ছেলেমেয়েরা এখন এখানে এসে কায়াকিং করে, আনন্দ পায়। আগে খালপাড় দিয়ে হাঁটাও যেত না দুর্গন্ধে। এখন খালের পানি পরিষ্কার। পরিবেশ অনেক ভালো।”
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, “একসময় এই খাল ময়লার ভাগাড় ছিল। আমরা নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে একে পরিচ্ছন্ন করেছি। এখন শত শত মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে। এটি পর্যটনের সম্ভাবনাও তৈরি করেছে।”
তিনি আরও জানান, “খাল পরিষ্কারে নির্ধারিত কর্মীরা প্রতিদিন কাজ করে। এছাড়া দোকানদার ও স্থানীয়রাও এখন সচেতন হয়েছেন, খালে কেউ ময়লা ফেলে না।”
উল্লেখ্য, ভোলা শহরের মধ্যে এমন একটি আধুনিক ও পরিবেশবান্ধব বিনোদন কেন্দ্র নিঃসন্দেহে ভোলাবাসীর জন্য গর্বের বিষয়। জিজেইউএস-এর উদ্যোগে গড়ে ওঠা ভাসমান ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং পয়েন্ট শুধু বিনোদনের নয়, পরিবেশ সচেতনতারও এক উজ্জ্বল উদাহরণ।