জেলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের আবু কালাম পঞ্চায়েত এর বিরুদ্ধে অভিযোগ, ক্রয়কৃত জমি ও পিতার সূত্রে জমির মালিক জিনু বেগমের ১২ শতাংশ জমি কোর্টের রায় অমান্য করে দখলের চেষ্টা করছে কালাম পঞ্চায়েত ইতোমধ্যে ভোলা কোর্টের রায় হয়ে গেছে। আর এস দাগ নং ১৭২৬, খতিয়ান ৮৯৯ জিনু বেগম স্বামীঃ আবুসাইদ দর্জী।কিন্তু আবু কালাম পঞ্চায়েত ও তার ছেলে সবুজ অবৈধভাবে জমির দখল নেওয়ার চেষ্টা করছেন। শারিরীক ভাবে লাঞ্ছিত করেছেন। আবুসাইদ দর্জীকে হেনস্তা করেছেন বলে তারা অভিযোগ করছেন বিষয়টি স্পর্শ কাতর, যে কোন মুহূর্তে আইন শৃঙ্খলা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে এই সমূহ বিষয়ে নিয়ে বোরহানউদ্দিন থানায় যোগাযোগ করে, বাদীনির ছেলে রাসেল।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (oc) ছিদ্দিকুর রহমান জানান, অবশ্যই কোর্টের আদেশ অমান্য করা যাবে না। বিষয়টি সম্পর্কে জানতে পেরে আমি আরও সজাগ দৃষ্টি রাখব। একজন অফিসারকে বিষয়টি তদন্তের জন্য বলব,আমরা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করবো বিষয়টি তদন্ত করে দ্রুত ঝামেলাটি মিটিয়ে দেওয়ার আবেদন করেছেন।