ভোলার বোরহানউদ্দিন পৌরসভা এগোচ্ছে উন্নয়ন এর দিকে

দীর্ঘ ১৭ বছর আওয়ামী দোসররা দেশের মানুষ এবং অর্থনৈতিক অর্বস্থার অবনতি ঘটিয়েছে এবং একেবারে সিটি করপোরেশন হতে পৌরসভা পর্যন্ত সর্বত্র ছিলে দূর্নীতিতে ভরপুর যার জন্য উন্নয়ন যতটুকু যতটুকু হয়েছে তার চেয়ে বেশি তারা লুটপাট চালিয়েছে। ৫ই জুলাই বিপ্লবের পর আন্তবর্তীকালীন সরকার বাংলাদেশ সংস্করণ এর কাজ শুরু করে যার যার ফলস্বরূপ আজ বাংলাদেশ ধীরে ধীরে স্বায়নসম্পূন হচ্ছে আর তার ছোয়াই পেয়েছে বোরহানউদ্দিন পৌরসভা।পৌরসভা কার্যালয়ে প্রথমবারের মত কার্যালয়ের নেইম ট্যাগ বসানো হয়েছে পাশাপাশি পরিস্কার করানো হয়েছে সম্মুখে জমে থাকা ময়লার স্তুপ হাসপাতাল রোডে মজা পুকুর পরিস্কার করা হয়েছে।বাজারের ব্রীজ সংলগ্ন ময়লা ও গাছে ঝুলেথাকা দর্জিকাপড় পরিস্কার করা হয়েছে।জেলাপরিষদ ডাকবাংলো সংলগ্ন পতিত পুকুর পরিস্কার করা হয়েছে।এছাড়া পরিস্কার-পরিচ্ছনতার কার্যক্রম চলমান এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসানো কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।বাজারের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্ণার সহ নারী-পুরুষদের পৃথক আধুনিক ওয়াশরুম নির্মাণ কাজ শীগ্রই শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।তাই পৌরবাসীকে বর্তমান পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান অনুরোধ জানান যে তারা যেন ডাস্টবিন ব্যতীত যত্র-তত্র ময়লা নাফেলে এবং ফ্রেশ হবার জন্য নির্ধারিত ওয়াশরুম ব্যবহার করে। এ শহর আপনার, তাই পরিস্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার জন্য আপনাকেও এগিয়ে আসার অনুরোধ । এবং সকলে একত্রে চেষ্টা করলে বোরহানউদ্দিন পৌরসভা মডেল সিটিতে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।