বাংলাদেশ জাতীয় পার্টির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতির ভোলা জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ মে) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে মোঃ নুরে আলম সিদ্দিকী টিটু-কে আহ্বায়ক এবং মোঃ আনোয়ার হোসেন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এই আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং কমিটি অনুমোদনের ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব, ১নং ও ২নং সিনি: যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষর আবশ্যক বলে উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক- মোঃ মাইনুল আলম, মোঃ কামাল উদ্দিন সর্দার, যুগ্ম আহ্বায়ক- মোঃ আফসার রশিদ বাবুল, মোঃ সালাউদ্দিন, মোঃ ইয়াসির আরাফাত বাবু, মোঃ আবু তাহের, আলাউদ্দিন বাবুল, মোঃ ইছারুল্লাহ সোহাগ, মোঃ মাকসুদ সর্দার, মোঃ সোহরাব হোসেন শাওন ও মোঃ হোসেন শিকদার।
এছাড়াও এই কমিটিতে সদস্য পদে মনোনীত হয়েছেন- মোঃ সিরাজুল ইসলাম মামুন, শ্রী সুধাংশু শেখর দে, রাজিব চৌধুরী, ইসমাইল হোসেন আরিফ ও মোঃ পলাশ মাতাব্বর।
এই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জেলার যুব রাজনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।