ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং ভোলা সদর উপজেলা যুবদল নেতা বেল্লাল হোসেনের পিতা আব্দুল ওয়াদুদ হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৩ মে) জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।