নেত্রকোনার মদন উপজেলায় প্রাথমিক সহকারি শিক্ষক কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।  এ সময় সর্বসম্মতি ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মজিবুর রহমান লিটনকে আহবায়ক করে  সহকারি শিক্ষক মানিক মিয়াকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান পাভেল,মোঃ শফিউল্লা লালন,হাসানুল মান্না নিউটন । এর আগে মদন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির অবসর প্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক নূরুল আমিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জাহাঙ্গীর  ইউপির  সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাশফিকুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, শিক্ষক মাহবুবুর রহমান পাভেল, হাসানুল মান্না নিউটন, শফিউল্লা লালন, রহুল  আমিন, মানিক মিয়া, মাহবুবুর রহমান প্রমূখ।