ভোলার মনপুরায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতবাড়ির গরু ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড তালতলা স্লুইসগেট গ্রামে এ ঘটনা ঘটে।


শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তালতলা স্লুইসগেট এলাকার স্থানীয় বাসিন্দা হারুন এর ছেলে মোসারেফ এর বসতবাড়িতে গরুর একটি ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোসারেফ এর পরিবারের সঙ্গে প্রতিবেশী ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদার এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার গভীর রাতে বাড়ির একটি গরু ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী মোসারেফ বলেন ,“আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে বাইরে দেখি আমাদের গরু ঘরে আগুনের লেলিহা দেখতে পাই। ঘরের দরজা খুলে বাহিরে এসে দেখি কিছু লোক দৌড়ে পালাচ্ছে। এরমধ্যে ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদারকে চিহ্নিত করি। পরে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”


অভিযুক্ত অলিউল্যাহ হাওলাদার জানান , আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। তাদের ঘরে কিভাবে আগুন লেগেছে সেটা জানা নাই। তবে ধারণা করা হচ্ছে তারা নিজেদের ঘরে আগুন দিয়ে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন। ঘর পোড়ার ঘটনার ব্যাপারে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।