কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই রোহিঙ্গাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিয়মিত তল্লাশির সময় কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আটককৃতদের পেট থেকে একে একে মোট ১০,০০০ পিস ইয়াবা বের করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
আটকৃতরা হলেন– কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার আব্দুর শুক্কুর (৪৩), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর নুরুল আমিন (২৮) ও ক্যাম্প-১০ এর ছলিম উল্লাহ (২৫)।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সীমান্তের পাশাপাশি দেশের অভ্যন্তরে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা তথ্য ও তল্লাশি তৎপরতার ফলেই এই বড় চালান আটক সম্ভব হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ইয়াবা ও আসামীদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।