বৃহস্পতিবার মহান মে দিবস।বিশ্বের কোটি কোটি মানুষের অধিকার আদায়ের দিন।১৮৮৬ সালের এই দিন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমজীবী মানুষরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।ওই দিন তাদের আত্নদানের মধ্যদিয়ে শ্রমজীবী মানুষের ৮ ঘন্টা কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।বুধবার গণমাধ্যম পাঠানো এক যুক্ত বিবৃতিতে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এসব কথা বলেন।তারা বলেন,শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্নত্যাগ এই দিনকে তখন থেকেই সারা  বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে।শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করতে হবে এবং শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষার আহ্বান জানান তারা।-সংবাদ বিজ্ঞপ্তি