বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা রাউজান উপজেলা উত্তর ও পৌরসভার আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে উগ্রপন্হী কতৃক পরিকল্পিতভাবে নির্মম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার সেইসাথে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী ফ্রন্ট রাউজান উত্তরের আহ্বায়ক উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নঈমীর সভাপতিত্বে ৩০ এপ্রিল বোধবার রাউজান জলিল নগর বাসস্ট্যান্ডে বিকেল চারটায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা মাওলানা রইস উদ্দিনের হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারে দাবী জানায় এবং ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হলে কেন্দ্রীয় সিন্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ডাকদিবে বলে জানিয়েছেন। বক্তারা আরো বলেন গাজীপুর থানার ডিউটিরত অফিসার যিনি গ্রেপ্তার করার পর পানি পর্যন্ত খেতে দেনাই এবং ২৪ ঘন্টা বিনা চিকিৎসার কারনে রইস উদ্দিন শাহাদাৎ হন সেই অফিসারের অপসারণ এবং শাস্তির দাবী জানান। আন্দোলন রতদের আন্দোলনে রাঙ্গামাটি সড়কে এক ঘন্টা যানজট সৃষ্টি হয়।
ছাত্রসেনা রাউজান উত্তরের সভাপতি তাজুল ইসলাম আসিফ ও রাউজান পৌরসভার সভাপতি বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী, সিরাজুল ইসলাম চিশতি, মাওলানা ইদ্রিস আনসারী, ইয়াছিন হোসাইন হায়দারী, উপাধ্যক্ষ কাজী আল্লামা ইউনুস রেজভী, মাওলানা শামসুল আলম হেলালী, সিরাজুল ইসলাম সিদ্দিকি, গাজী ফোরকান, আবুল বশর ভান্ডারী, মাওলানা নেজাম উদ্দীন তৈয়্যবী, মাওলানা মনসুর উদ্দীন নেজামী, আলী আকবর তৈয়বী, আবু তৈয়ব আনসারী, এম সাইফুল ইসলাম নেজামী, নাজিম উদ্দীন, তসলিম উদ্দীন বাদশা, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, ছালামত রেজা কাদেরী, মোহাম্মদ কায়েছ উদ্দিন, এহেসান কাদের, কাজী জুলফিকার, আহমদুল ইসলাম, নাজিম উদ্দিন, এরফান উদ্দীন, মোহাম্মদ সিরাজি প্রমুখ।