বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পিকনিক স্পট জাহাজঘাটা টিকিট কাউন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত আনুমানিক রাত্রি সাড়ে ৩ ঘটিকার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় কাউন্টারে থাকা বেশকিছু আসবাবপত্র কাঠের টেবিল ও চেয়ার এবং প্লাস্টিকের টুল, ড্রামঝুড়ি, পিভিসি ব্যানার পুড়ে ছাই হয়েছে।
পরে বালতি করে পানি দিয়ে আগুন নিভানো হয়।
সেখানে থাকা টিনশেড টেবিল চেয়ার বাধা তালা ও শিকলও পুড়ে নষ্ট হয়েছে বলে জানান টিকিট কাউন্টার গোলাম রব্বানী। মশিউর ও আতিয়ার রহমান নামে ২জন নৈশপ্রহরী থাকলেও সে সময় কেউ ছিলো না ঘটনাস্থলে।
এদিকে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসে ফোন দিয়েছিলেন কিনা জানতে চাইলে মহাস্থান যাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা বলেন এইটুকুর জন্য ফায়ার সার্ভিসকে কি কেউ ফোন দেয়। প্রশ্ন এখানেই সিসি টিভি ক্যামের আওতায় থাকা এই টিকিট কাউন্টারে কে অগ্নি সংযোগ করছে তা এখনও নিশ্চিত করতে পারেনি মহাস্থান যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা। রাত্রিকালীন সময়ে সেখানে কোন নৈশপ্রহরী ছিলো কিনা সে বিষয়ে তিনি বলেন ২জনের মধ্যে একজন ছুটিতে গিয়েছেন। আরেকজন অন্য পাশে ডিউটিতে ছিলেন।
বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থানে আরও অনেক ঘটনার ধারাবাহিকতায়
গতকয়েকদিন আগে শিবগঞ্জ ইউএনও অফিস ও বগুড়া ডিসি অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। জনমনে প্রশ্ন কেনইবা শুধু সরকারি দপ্তর গুলোতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা প্রশ্নের ঘোরপাক খাচ্ছে। অগ্নি সংঘটিত আগুনকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন বিভিন্ন মহল।
অগ্নিকাণ্ডের ঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন, একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।