ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘাডাঙ্গা এলাকার কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর একটি নিয়মিত টহল দল, সুবেদার মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম রঞ্জিত কুমার (৫৬)। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শিতারামপুর জেলার রামপুরমথুরা থানার বাসুরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম প্রফুল্লাহ কুমার এবং মাতার নাম ফুলকুমারী।
বিজিবি জানিয়েছে, তাকে সন্দেহজন অবস্থায় আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।