ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) সকালে করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে। এর আগে শনিবার বিকেলে এ নিয়ে উত্তেজনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন গৌরারগোপ গ্রামের তাজলু ইসলাম (২৫)। এ সময় বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়া (৩২) নামের এক যুবকের মোটরসাইকেল থেকে কাঁদা ছিটকে পড়ে তাজলুর গায়ে। তাজলু তাকে ধীরে চালানোর অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে মাসুদ তাকে মারধর করেন।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং সংঘর্ষ এড়াতে সবাইকে সতর্ক করেন। কিন্তু সোমবার সকালে মাসুদের পক্ষের লোকজন স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে মাসুদ মিয়া ও তার পক্ষের মনজিল মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মুর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।