জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক মাগুরার যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকাল ১১ টায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর সম্মেলন কক্ষে এ দিবস পালিত হয়।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহ পরিচালক আবু মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শাশ্বত শীল। মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ সময় বক্তারা বলেন, আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে যথাযোগ্য মর্যাদার সাথে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করা হয়েছে।
বক্তারা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানান। জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনন্য অবদান সম্পর্কে তিনি আলোকপাত করেন। এছাড়াও, অন্তর্বর্তী সরকার কর্তৃক গত এক বছরে প্রবাসীবান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তিনি তুলে ধরেন।
তিনি আরো বলেন, সরকার অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।