মাগুরায় সনাতনী হিন্দু সুরক্ষা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাগুরা সদরের শত্রুজিৎপুর মহাশ্বশান নাট মন্দির প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় বলেন, দেশ হবে দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক ও জনতার। এদেশে সকলে সমান অধিকার নিয়ে বসবাস করবে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। দেশকে নতুন করে গড়তে হবে।
এসময় সমাবেশে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপূন রায় চৌধুরী। নিপূন রায় বলেন, দেশের হিন্দুরা সংখ্যালঘু নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। দেশের হিন্দু, মুসলিম ভাই ভাই।এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।