মাদক ও তামাকজাত পন্য বিক্রি রোধে মাদক ও তরুন সমাজকে মাদকের ভয়াল থাবা হতে রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ধামরাই পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসন এর উদ্যেগে ধামরাই পৌরসভার অভ্যান্তরে কোন কোন প্রতিষ্ঠান ও দোকান মাদক বিক্রি করছে এই বিষয়ে জরিপ কার্যক্রম সম্পন্ন করা হয়, ধামরাই বাজার নিকটবর্তী ভাই বোন স্টোরে জরীপ কার্যক্রম এর উদ্বোধন করেন ধামরাই সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব, মামনুন আহমেদ অনিক, এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভা সচিব চন্দনা দি, মাদক অধিদপ্তর প্রতিনিধি মো: অনিক, সোশ্যাল আফলিপমেন্ট এনজিও প্রতিনিধি মো: বাবুল, স্বপ্নডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস সহ জরীপকৃত সদস্য রাসেল,রিয়া মনি,কামরুজ্জামান, শামস খান, সহ আরও অনেকে।
ইতিপূর্বে এই বিষয়ে পৌরসভাতে মিটিং সম্পন্ন হয় মিটিংয়ে তামাকজাত পন্য ব্যবহারে সচেতনতামুলক বিষয় নিয়ে আলোচনা করা হয়, আলোচনতে স্কুল কলেজের ১০০ মিটারে সকল প্রকার মাদক ও তামাকজাত পন্য ব্যাবহারে নিষেধাজ্ঞা করার সিদ্ধান্ত গৃহীত হয়, ও পৌরসভার অভ্যান্তরে যে সকল দোকান / প্রতিষ্ঠান মাদক ও তামাকজাত পন্য বিক্রির সাথে সম্পৃক্ত তাদেরকে আলাদা করে তামাকজাত পন্য বিক্রি করতে পৌরসভা কতৃক লাইসেন্স নিতে হবে এমন সিদ্ধান্ত গৃহীত হয় ও বাস্তবায়নে লক্ষ্যে এই জরীপ কার্যক্রম সম্পন্ন করা হয়।