র‍্যাবের অভিযানে বিপুল পরিমান বিদেশী মদ আটক হয়েছে

র‍্যাবের  অভিযানে বিপুল পরিমান বিদেশী মদ আটক হয়েছে। গত ০৫ ই এপ্রিল রোজ শনিবার আনুমানিক সময় ৪:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি ৩ সুনামগঞ্জের যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫৪ বোতল বিদেশী মদ এবং দুটি প্রাইভেট কার সহ ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ১ মোঃ শাওন( ৩২) ড্রাইভার পিতা-মোঃ রুহুল আমিন সাং উত্তরচর, নোয়াবাদ,থানা সদর, জেলা ভোলা। ২. মিরাজুল ইসলাম (৩৪)পিতা মৃত,মোহাম্মদ আলী,সাং উত্তর কাফনা,থানা বিশম্বপুর,জেলা -সুনামগঞ্জ।  ৩. মোঃ সেলিম মিয়া (৩০) পিতা,কাশেম আলী সাং চ্যাঙবিল,থানা বিশম্বপুর জেলা সুনামগঞ্জ। ৪. ওবায়দুল রহমান (৩১) পিতা, মৃত,মোফাজ্জল বাঘা সাং কালিকানগর,থানা সদর জেলা,ভোলা। ৫.মোঃ শাহজাহান (২৬) পিতা,রজব আলী সাং কাফনা,থানা- বিশম্বপুর,জেলা - সুনামগঞ্জ।  ৬. মোঃ দীন ইসলাম (৩০)পিতা - আব্দুল ওয়াদুদ, সাং -কাফনা,থানা- বিশম্বপুর,জেলা - সুনামগঞ্জ।  তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।