বুধবার ১৭ এপ্রিল দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্য পানিমাছকুটি মসজিদে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( অবসরপ্রাপ্ত) আব্দুল হামিদ প্রামানিকের সভাপতিত্বে হোমিও ডাক্তার গোলাম আজম আজাদীর আয়োজনে, ফুলবাড়ী নাগেশ্বরী ভঙ্গামারী কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ ১৪০ টি মাদ্রাসার পরিচালক ও মোহতামিমগণের সাথে ইসলামী শিক্ষাকে কর্মমূখী ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদ্রাসা সমূহের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা করা হয়েছে।

বুধবার ১৭ এপ্রিল দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্য পানিমাছকুটি মসজিদে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( অবসরপ্রাপ্ত) আব্দুল হামিদ প্রামানিকের সভাপতিত্বে হোমিও ডাক্তার গোলাম আজম আজাদীর আয়োজনে, ফুলবাড়ী নাগেশ্বরী ভঙ্গামারী কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ ১৪০ টি মাদ্রাসার পরিচালক ও মোহতামিমগণের সাথে ইসলামী শিক্ষাকে কর্মমূখী ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদ্রাসা সমূহের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা করা হয়েছে।


প্রধান আলোচক আলোচনা পেশ করেন, হযরত মাওলানা ড. মোঃ শাহজালাল বিশিষ্ট লেখক, গবেষক ও প্রধান ফকিহ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা।


বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, হযরত মাওলানা মোঃ মজিবুর রহমান প্রিন্সিপাল, হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) মডেল মাদরাসা, তিস্তা,হযরত মাওলানা মোঃ ফেরদৌস হুসাইন কাশিপুরী প্রতিষ্ঠাতা ও পরিচালক, দারুল আবরার মডেল মাদ্‌রাসা, নাগেশ্বরী।


আলোচনা সভা শেষে দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়। 


ডাঃ গোলাম আজম আজাদী জানান,ফুলবাড়ী নাগেশ্বরী, ভুরুঙ্গামারি,কুড়িগ্রাম ও লালমনিরহাট- এর ১৪০ টি মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে পরিচালকগণকে আমি আমার নিজের অর্থায়নে মসজিদে আলাপ আলোচনা ও আমার বাড়িতে দুপুরের খাওয়ার আয়োজন করি। আলোচনায় অবহেলিত মাদরাসা গুলোর শিক্ষার মান উন্নয়ন নিজস্ব জমি ও ভবন নেই তার ব্যবস্থা করা ও সকল পরিচালকগণকে নগত কিছু  অর্থ প্রদান করি।