যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ''মাজহারুল উলুম কওমী মাদ্রাসার'' ছাত্র ১০ বছরের শিশু মোঃ ইব্রাহিম হোসেন ২১নভেম্বর সোমবার ভোর আনুমানিক ৬ টার সময় হতে পাওয়া যাচ্ছে না। শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন এর সুড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন  এর শিশুপুত্র মোঃ ইব্রাহিম হোসেন তাকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গদখালি মাজহারুল উলুম মাদ্রাসায় ভর্তি করা হয়। বাড়ী হতে মাদ্রাসা দূরে হওয়ায় তাকে মাদ্রাসা থেকে লেখাপড়া করানো হচ্ছিল। মাদ্রাসা সুপার মোঃ আব্দুল্লাহ, এর সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় শিশুটি ফজরের নামাজের পর গেট থেকে বের হয়ে যায় ওই সময় গেটে কোন সিকিউরিটি ছিলনা। এবং আরো বলেন আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি তাঁর পরিবার সহ আমরা তার আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা খোঁজাখুঁজি করছি বলে থানা পুলিশকে জানানো হয়নি।শিশুটির পিতা সাথে কথা বলে জানা যায় মাদ্রাসা থেকে হারিয়ে যায় সকাল ৬টার সময় এবং তারা তাকে সকাল ৮ঃ৩০ এর  সময় জানান এবং তিনিও খোঁজাখুঁজি করছেন বিভিন্ন জায়গায় মাইকিং করেছেন কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে এই নমাম্বারে  ০১৯৬০৩৬৬৩৩৮ (পিতার নাম্বার)   যোগাযোগ করার জন্য তার পিতা বিশেষভাবে অনুরোধ করেছেন।