হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। বড় ছেলে উসমান খান তার বৃদ্ধা মা রহিমা বেগমকে (৭০) নির্মমভাবে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আহত রহিমা বেগম মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ আগস্ট) সকালে। অভিযুক্ত উসমান খান খড়কী গ্রামের মৃত সাদর খানের বড় ছেলে।
আহত রহিমা বেগম জানান, তার তিন ছেলে—বড় উসমান, মেঝো ফেরদৌস এবং ছোট জালাল। উসমান একাই পরিবারের সমস্ত সম্পত্তি ভোগ করতে চাইছে। এ নিয়ে তিনি এবং তার ছোট দুই ছেলে প্রতিবাদ জানালে উসমান ক্ষিপ্ত হয়ে ওঠে। কয়েক মাস আগে ফেরদৌস ও জালাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধবপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
থানার পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা উসমানকে সম্পত্তি এককভাবে দখল না করার নির্দেশ দিয়েছিলেন। তবে এরপরও উসমান এবং তার সহযোগীরা রহিমা বেগম ও তার দুই ছেলেকে নানা ধরনের হুমকি দিতে থাকে।
আজ সকালে উসমান খান জোরপূর্বক বাড়ির জায়গায় ঘর নির্মাণ করতে গেলে রহিমা বেগম ও তার এক ছেলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে উসমান ও তার সহযোগীরা তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় রহিমা বেগম গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রহিমা বেগম বলেন,
“আমার বড় ছেলে উসমান আমার উপর নির্যাতন চালাচ্ছে শুধু সম্পত্তি দখলের জন্য। আমি ন্যায়বিচার চাই।”