বক্তারা মাধ্যমিক স্তরের বেসরকারী প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য দূরীকরনের জন্য জোড়ালো দাবি জানান।বক্তারা বিভিন্ন দাবিসহ আরোও বলেন জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সম্মুখে  আজ সকাল ১১ ঘটিকায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগন ও মাদ্রাসার সুপারগন সহকারী শিক্ষকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকরা বক্তব্য দেন।

বক্তারা মাধ্যমিক স্তরের বেসরকারী প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য দূরীকরনের জন্য জোড়ালো দাবি জানান।বক্তারা বিভিন্ন দাবিসহ আরোও বলেন জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম এর নেতৃত্বে এবং একাডেমিক সুপার ভাইজার সুমন বিশ্বাস এর তত্ত্বাবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এই মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধন শেষে প্রতিষ্ঠান প্রধানদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরনের উদ্দেশ্যে নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর কাছে প্রদান করা হয়।