আলহামদুলিল্লাহ “সুন্দর সুখী সমাজ বিনির্মাণের লক্ষ্যে” মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা রাজবাড়ী এর পক্ষ থেকে চাউল ও কাঁচা বাজার সহ অন্যান্য জিনিসপত্র সহায়তা করা হলো। মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা- রাজবাড়ী। অসহায় মানুষের আস্থার সংগঠন। পাংশার যশাই ইউনিয়নে সমসপুরে ডাঃ রজব আলী নুরানি হাফেজিয়া মাদ্রাসায় একমাসের জন্য বাজার সহায়তা করা হলো। বাজারের তালিকায় ছিলো, চাউল,তেল,মাছ,মুরগী,ডাল, লবণ,হলুদের গুরা,মরিচের গুড়া,দারচিনি,রসুন,পিয়াজ, জিরা,আলু,মরিচ,বেগুন, ফুলকপি,পাতাকপি,টমেটো,ও শসা যারা আর্থিক ভাবে সহায়তা করেছেন। তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া আমাদের এই ছোট ছোট দান কে কবুল করুন। যেকোনো প্রয়োজনেঃ মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা- রাজবাড়ী।