সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:জেলার সাটুরিয়ায় দুস্থ্য রোগীদের মাঝে চিকিৎসার জন্য টাকার চেক সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে বিতরণ করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনসহ আরও অনেকেই।এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মুন্নি আক্তার, সাটুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সিরাজ উদ্দিন, সহকারী সমাজসেবা অফিসার তানিয়া আক্তারসসহ আরও এ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ও সুফলভোগীগন।
বক্তারা বলেন, লিভার, কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত সাটুরিয়ায় উপজেলায় দুই অর্থ বছরে মোট ১০৯ জন রোগীকে ৫০ হাজার টাকা অফেরত যোগ্য মোট ৫৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১ টার দি কে এ উপজেলায় ২৪-২৫ অর্থ বছরের ২৬ জন দুস্থ্য রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে ১৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। মানিকগঞ্জ জেলায় মোট দুই অর্থ বছরের ৬৮০ জন রোগীকে ৩ কোটি ৪০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় বলে জানানো হয়।পরে একইস্থানে একই অফিসের উদ্যোগে ক্ষুদ্রঋৃণ কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফল ভোগীদের দক্ষতা উন্নয়নে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে।