মেয়াদ উত্তীর্ণ ওষুধ   ও নকল প্রসাধনী পণ্য সংরক্ষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে আটাশ  হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর(মানিকগঞ্জ)। মঙ্গলবার  (২৯ অক্টোবর ) সাটুরিয়ার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে,তিল্লি বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে রানী  ফামের্সী প্রোপাইটর অরুণ দাসকে ৫০০০,মারিয়া ফামের্সী প্রোপাইটর মালেককে ৫০০০   জরিমানা করা হয়। একই বাজারে ভেজাল প্রসাধনী  ও অনুমোদনহীন খাদ্য সংরক্ষণের দায়ে পান্মু স্টোরকে৩০০০,ছাত্তার স্টোর ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ছনকা বাজারের  মাহমুদ মেডিক্যাল হল প্রোপাইটর শফিকুল ইসলাম কে  ১০০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও  বাজারের বিভিন্ন দোকান  প্রতিষ্ঠান মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় লিফট বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ 
 অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়,কৃষি বিপনন কমকর্তা মোঃ মোরশেদ আল মাহমুদ জেলা কার্যালয় মানিকগঞ্জ এবং সাটুরিয়ার সেনিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য কমকর্তা নিলুফার ইয়াসমিন ঝরনা। সহ আনসার সদস্যের একটি টিম উপস্থিত ছিল।