এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার,সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার এবং দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় নেতারা বলেন, দীর্ঘদিন পর তৃণমূলের প্রতিটি ইউনিয়নে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে, যা দলকে আরও সুসংগঠিত করবে। পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অনুষ্ঠান শুধু পরিচিতির জায়গায় সীমাবদ্ধ না রেখে বিএনপির রাজনৈতিক শক্তিকে মাঠপর্যায়ে আরও সক্রিয় ও দৃশ্যমান করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তারা।
সভায় আসন্ন কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং ইউনিয়নভিত্তিক প্রস্তুতির অগ্রগতি নিয়েও মতবিনিময় করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা এবং একতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত নেতারা উপস্থিত ইউনিয়ন কমিটির নেতাদের দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান।
পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।