বৃদ্ধ মালিকসহ ৩ জন গুরুতর আহত, থানায় অভিযোগ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ জমির মালিকসহ তার দুই আত্মীয়কে নৃশংস হামলার শিকার হতে হয়েছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী।
আহত বৃদ্ধ মোঃ আব্দুস সালাম গামারু (৬৫) অভিযোগে উল্লেখ করেন, বৈলশিং মৌজার খতিয়ান নং-৫৪, হাল দাগ নং-৯২৪, ৫৫২ ও ৫৫৩ দাগভুক্ত ১ একর ২ শতাংশ জমি তিনি তার মায়ের রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধের কারণে পূর্বে আদালতে একটি মামলা (মামলা নম্বর: সিঙ্গার-৬২৬/২৫ (মান্দা)) দায়ের করা হয়, যা বর্তমানে পিবিআই তদন্তাধীন।
গত মঙ্গলবার সকালে, পিবিআই কর্মকর্তার উপস্থিতির পূর্বেই, আসামিরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ (হাসুয়া, চাপাতি, শাবল, লোহার রড, কোদাল ইত্যাদি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, ২নং আসামি চাপাতি দিয়ে আব্দুস সালামের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে।
৬নং আসামি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। ৩নং আসামি শাবল দিয়ে পিঠে ও কোমরে আঘাত করে হাড় ভেঙে দেয়। চিৎকার শুনে এগিয়ে আসা ভাতিজা মোঃ ফজলুর উপরও হামলা চালায় ১নং আসামি, যার ধারালো কোপে তার ডান চোখের ওপরে গুরুতর জখম হয়। প্রতিবেশী মোঃ মঞ্জিলাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।
এ সময় আরও কয়েকজন আত্মীয় ও প্রতিবেশী এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায় এবং যাবার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, আব্দুস সালামের মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে, ফজলুর চোখে গুরুতর আঘাত রয়েছে, এবং মঞ্জিলার দুই পায়ে ফোলা জখম রয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। এজাহারে ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাত হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই জমিটি নিয়ে বিরোধ চলছিল। আদালতে মামলাও হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পূর্বেই এমন সহিংস ঘটনা সত্যিই দুঃখজনক।