রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত ৫ম শ্রেণীতে পড়ুয়া মোঃ তুষার (১০)কে উদ্ধার করেছে র‌্যাব-১০।

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত ৫ম শ্রেণীতে পড়ুয়া মোঃ তুষার (১০)কে উদ্ধার করেছে র‌্যাব-১০। একই সাথে তুষারের মামা শাহরিয়ার রহমান (১৯)কে গ্রেফতার করা হয়েছে।তুষার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকার বাসিন্দা মোঃ রুবেল (৩৪) এর ছেলে তুষার গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তার মায়ের সাথে নানাবাড়ি কদমপুরে বেড়াতে যায়। ১৯ সেপ্টেম্বর বিকেলে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তুষারের কোনো সন্ধান পাননি।২৪ সেপ্টেম্বর তুষারের নানির মোবাইল ফোনে এক ইমো আইডি থেকে অপহরণের খবর আসে এবং প্রথমে মুক্তিপণ হিসেবে ৭ হাজার টাকা দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে টাকা পাঠানোর পরও অপহরণকারীরা আরো ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তুষারের পরিবার এই অর্থও পাঠায়, কিন্তু তুষারকে ফেরত না দিয়ে অপহরণকারীরা আরো ২ লাখ টাকা দাবি করে। পরিস্থিতি বেগতিক দেখে তুষারের বাবা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।অপহরণের বিষয়টি জানার পর র‌্যাব-১০ দ্রুত অভিযানে নামে এবং ১৩ অক্টোবর ভোরে পল্টন থানার কাপ্তান বাজার এলাকা থেকে শাহরিয়ার রহমানকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়ায় শাহরিয়ারের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে তুষারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় অপহরণের মুক্তিপণের ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে শাহরিয়ার স্বীকার করে যে, তুষার তার মামা (মায়ের খালাতো ভাই)। অপহরণের দিন ১৯ সেপ্টেম্বর শাহরিয়ার তুষারকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে কদমপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে একটি অটোরিকশায় তুলে হাসনাবাদের একটি ফ্ল্যাটে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে।গ্রেফতারকৃত শাহরিয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।