কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার কামাল উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলটি ২৮ মার্চ (২৭ রমজান, শুক্রবার) মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মোশারেফ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের হেড মৌলভি মাওলানা আব্দুল হান্নান। তিনি বলেন, “এ ধরনের আয়োজন সমাজের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়।”

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিয়েল উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকরী শিক্ষক মাস্টার আফলাতুন, প্রতিষ্ঠাতা সদস্য শাহ জামাল,কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কামরুল হাসান নান্টু,
  এছাড়াও উপস্থিত ছিলেন হাজী আব্দুল বাতেন সরকারি কলেজের প্রভাষক নরুল আবছার , এনাম নাহার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন,কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম উদ্দিন বসু, কালাপানিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সন্তেষপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাহবুবুল কবির কানন, ডা. মাজাম্মেল হোসেন,জাতীয় সাংবাদিক সংস্থার সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন, সি প্লাস টিভির সন্দ্বীপ প্রতিনিধি আসিফ ফয়সাল সহ মাকসৃ'র সদস্য বৃন্দ।

এছাড়া, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি বলেন, “আমরা প্রতি বছর ইফতার আয়োজন করে থাকি, যাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হতে পারে এবং ঐক্য আরও দৃঢ় হয়।”

অনুষ্ঠানের শেষ পর্বে কাটঘর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক মাকসুদুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।