বিপিএল ২০২৪-এ খুলনা টাইগার্সের পক্ষে অসাধারণ ব্যাটিং প্রদর্শন করেছেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিদুল ইসলাম ভুইঁয়া অংকন।

বিপিএল ২০২৪-এ খুলনা টাইগার্সের পক্ষে অসাধারণ ব্যাটিং প্রদর্শন করেছেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিদুল ইসলাম ভুইঁয়া অংকন। চিটাগং কিংসের বিপক্ষে ২২ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ম্যাচে অংকনের ব্যাট থেকে এসেছে ৭টি ছক্কা ও ৩টি চারের ঝড়। তাঁর এই তাণ্ডবী ইনিংসেই চিটাগং কিংসের বোলারদের মনোবল ভেঙে যায়। খুলনা টাইগার্স শেষ পর্যন্ত এই ম্যাচ ৭ উইকেটে জয়লাভ করে। অংকনের এই পারফরম্যান্স শুধু খুলনা টাইগার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে নিজ বিশ্ববিদ্যালয়ের সুনামও বাড়িয়েছে। ম্যাচ শেষে অংকন বলেন, "নিজের প্রিয় বিশ্ববিদ্যালয় ও খুলনা টাইগার্সের হয়ে ভালো খেলতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দিতে চাই।" উল্লেখ্য, মাহিদুল ইসলাম ভুইঁয়া অংকন সোনারগাঁও ইউনিভার্সিটির ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং বিপিএলে প্রথমবারের মতো নিজের প্রতিভার উজ্জ্বল উদাহরণ উপস্থাপন করেছেন।