মিঠাপুকুরের মোসলেম বাজারে আজ ১২-০৩-২৫ ইং রোজ বুধবার সকাল ৯ টায় বাবুল টেলিকম,বিকাশ এজেন্টের টাকার ব্যাগ,কয়েক টি মোবাইল সেট অভিনব কৌশলে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে অঙ্গাত  ছিনতাই কারীরা।জানা গেছে, প্রায় প্রতিদিনের ন্যায় আজ বুধবা  সকাল ৯ টায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবুল মিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসে এবং দোকান ঘরের তালা খোলার সময় দু,জন অঙ্গাতনামা ব্যক্তি ওই মুহুর্তে এসে এক জন মোটর সাইকেলে নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর ব্যাক্তি মোবাইল ফোন রিচার্জ  করার জন্য তার পাশে থেকে তাড়া করে। এতে দোকান ঘরের তালা খোলার চেষ্টা করলে পুর্ব পরিকল্পিত ভাবে তালার ভিতরে সুপারব্লু জাতীয় আঠা লাগানো থাকায় তালাটি স্বাভাবিক  ভাবে না খোলায়,বিকাশ ব্যবসায়ী বাবুল মিয়ার হাতে থাকা কয়েকটি মোবাইল সেট সহ টাকার ব্যাগটি পাশের একটি বেঞ্চে রেখে তালাটি খোলার চেষ্টা করে। এ-সময় ব্যাগে থাকা আড়াই লক্ষাধিক টাকার ব্যাগসহ  ব্যাগে থাকা কয়েক টি মোবাইল সেট নিয়ে মোটর সাইকেলে চড়ে ছিনতাই কারীরা ফুলবাড়ী অভিমুখে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।