রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক ১৪-০৫-২৫ ইং রোজ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক,উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী, মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মুতাসিম বিল্লাহ সহ কমিটির সমস্ত সদস্যবৃন্দ,কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্র সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। ধর্ষণ, চুরি, ডাকাতি,ক্যাসিনো,জমি জমা বিরোধ,মাদকদ্রব্যসহ বিভিন্ন সামাজিক,পারিবারিক  অপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা ।উক্ত সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।বক্তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার তাগিদ দেন এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করেন।সকলের ঐক্য প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন।আইন-শৃঙ্খলা কমিটির সভায় মিঠাপুকুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।উক্ত সভায় যেসব এজেন্ডা  নিয়ে আলোচনা করা হয় তা যেন যথাযথভাবে পালন করা হয়।