হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়ন পরিষদের মিঠাপুকুর গ্রামের রাস্তার বর্তমান বেহাল চিত্র চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানি জমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এর ফলে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে।স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবার নির্বাচনের আগে রাজনৈতিক নেতাকর্মীরা রাস্তা সংস্কারের আশ্বাস দেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর আর কোনো খোঁজখবর নেন না তারা। ফলে গ্রামীণ জনগণ বছরের পর বছর এই ভোগান্তি পোহাচ্ছেন।
স্কুলগামী শিক্ষার্থীরা জানান, বর্ষাকালে রাস্তায় হাঁটা তো দূরের কথা, সাইকেল বা রিকশা চলাচলও একেবারেই বন্ধ হয়ে যায়। অনেক সময় বৃষ্টির কারণে কয়েকদিন স্কুলে যেতেই পারে না তারা। এতে শিক্ষার প্রতি অনাগ্রহ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, গ্রামীণ জনজীবন ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেন খুব শিগগিরই এই রাস্তার সংস্কারকাজ শুরু হয়।