কুমিল্লা শহরের চাঁনপুর , শুভপুর সনাতন ধর্মালম্বী ও গোয়ালপট্টি ব্যবসায়ীদের আয়োজনে বুধবার বেলা ৩ টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে কামাল খন্দকার বলেন , গত ০৪/১০/২০২০ ইং তারিখ আমার খালাতো বোন প্রতিবন্ধী স্মৃতির চাঁনপুর হারুন স্কুল সংলগ্ন বাড়ী জবর দখল করতে গেলে আমি প্রতিবন্ধীর পক্ষে জবর দখলকার উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ করি।
আমি এ নেতাদের দাবী ও চাহিদা মতো চাদা দিতে বিলম্ব হবার কারনে নেতারাও আমার উপর ক্ষিপ্ত হইয়া বিবাদী বাপ্পি খন্দকার মামলাবাজ পরিবারের পক্ষে কথা বলিতেছে ।বাপ্পি খন্দকার আমার ভূয়া ফেইসবুক আইডি খুলে আমার বিরুদ্ধে আমার ছবি সুপার কম্পোজ করে মাদক খোরদের ছবিতে আমার ছবির মাথা এডিট করে (প্রতিস্থাপন করে) ফেইসবুকে ছড়িয়ে আমার ও আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপ- প্রচার, প্রচার করে যা-তথ্য প্রযুক্তি আইন অপরাধ।
এ সময় চাঁনপুর , শুভপুর সনাতন ধর্মালম্বী ও গোয়ালপট্টি ব্যবসায়ীরা কামাল খন্দকারের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।