এক বিষয়ে ফেল করলে ৫ হাজার টাকা আর, দুই বিষয়ে ফেল করলে ১০ হাজার টাকা,  এভাবে রমরমা ব্যবসা করে আসতেছে  মিরপুর আইডিয়াল গার্লস কলেজ তাছাড়া বিকাশ বাণিজ্যে প্রতিটি ফর্ম ফিলাপের জন্য ২০০ টাকা করে বিকাশ এজেন্টের মাধ্যমে আদায় করতেছে, যদি এই টাকাটা ব্যাংকে জমা হতো তাহলে ২০০ টাকা বিকাশ চার্জ ফ্রি  লাগতো না।কিন্তু ব্যাংকে জমা না নেওয়ার কারণে তারাই বিকাশের মাধ্যমে আরো বেশি নিচ্ছে।  ব্যাংকে টাকা জমা দিতে নিষেধ করেছে, বলছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে কলেজ কর্তৃপক্ষ আর বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য বাড়তি আরো দুই থেকে তিন শত টাকা করে লাগছে আর এই সব পরিকল্পনার প্রধান হচ্ছে( অধ্যক্ষ মোস্তারী আহমেদ)।তাই অতি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আর শিক্ষা ব্যবসা রুখতে  সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।