মির্জাগঞ্জে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে বাড়ি পৌছে দিলো সুবিদখালী কলেজ ছাত্র লীগের কর্মীরা। শনিবার (১৩ মে) কলেজ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বি হোসেন এর নেতৃত্বে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার মোঃ রুস্তম আলী জোমাদ্দার নামে এক কৃষকের ২০শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে কৃষক মোঃ রুস্তুম জোমাদ্দার মুখে হাসি ফুটেছে। কৃষক রুস্তুম আলী জোমাদ্দার বলেন, কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড় মোখা প্রভাবে উচ্চ জলোচ্ছ্বাস ও ঝড়-বৃষ্টির সম্ভাবনায় জমির পাকা ধান কাটা নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আমার পাশে এসে দাঁড়ান সুবিদখালি সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বি হোসেন। কলেজ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বি হোসেন বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর নির্দেশনা অনুযায়ী নিজ খরচে বেল্লাল, সজিব, ইমরান, রফিক, মুজাহিদ, নাঈম, অভি, মেহেদি, তানভীর, ইমন, রাজু, সাঈমন, সিয়াম, নাজমুল, মনোয়ারসহ ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মীকে নিয়ে তার জমির ধান কেটে বাড়িত পৌঁছে দিয়েছি।

এতে কৃষক রুস্তুম আলী জোমাদ্দার খুবই খুশি হয়েছেন। তার চোখে-মুখে আনন্দ ফুটে ওঠেছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।