পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ( বীর উত্তম) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৯ জানুয়ারি) বিকালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে নান্নু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সী সহ উপজেলা বিএনপি'র সকল অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।