এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০ টায় ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাসার নাসিরের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. রুবেল মৃধা। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাসার নাসির বলেন, এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। এ জন্য আমি আমার সকল মেম্বারসহ আমার ইউনিয়নবাসীর সহযোগীতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।