মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।৭ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আ:মান্নান শিকদার দুলালকে।যুগ্ন আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো:রফিকুল ইসলাম।কমিটির অন্য চারজন সদস্য হলেন-
বীর মুক্তিযোদ্ধা মো.হামিদুল হক,বীর মুক্তিযোদ্ধা মো.জহুর উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো.হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক।