আজ ১৭ ই মার্চ রবিবার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়েতে ইসলাম কর্তৃক কর্মী বৈঠক ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। বিকেল তিনটা থেকে শ্রীনগর উপজেলা জামায়েতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম ফখরুদ্দিন রাজি (মুন্সিগঞ্জ ১ এর জামাত মনোনীত সংসদ প্রার্থী) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিজির আব্দুস সালাম আমির শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা। আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার সম্মানিত আমির টিএম বেলাল হোসাইন। বিকাল তিনটা থেকে সূরা বাকারার দারসের মাধ্যমে আলোচনা শুরু হয়। একা একা কার্যক্রম চলতে থাকে। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী রাষ্ট্র কায়েমের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। ইফতার মাহফিল সঞ্চালনা ও সভাপতিত্বে দায়িত্ব পালন করেন নুরুজ্জামান মীর সভাপতি শ্রীনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী।