মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৭ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে আগামী ২৫ জুলাই সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ঝিকুট ফাউন্ডেশন।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন শুক্রবার সকাল ৯ টায় সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। দৈনিক মুন্সিগঞ্জের বার্তা'র সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও বিশিষ্ট রাবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলমসহ গুণীজন।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন।
উল্লেখ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের মুন্সিগঞ্জে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে।